খোকন সোনা মান করেছে
চড়বে নাগরদোলা,
বাপ বেটাতে যুক্তি হলো
যাবে রাসের মেলা।।
মিষ্টি মণ্ডা খাবে খোকন
খাজা-গজা সাথে,
দূর হতে বেলুন ফুটাবে
নলা-বন্দুক হাতে।।
চড়কি ঘোড়ায় ছুটবে খোকন
পঙ্খীরাজের মতো,
মা'টা যদি আসতো সাথে
কি যে মজা হতো।।
খেলনা যত আছে বাড়ি
চায় না ওসব আর,
নতুন পদের খেলনা নিবে
স্বাদ জেগেছে তার।।
বাবার সাথে যুক্তি করে
কালকে যাবে মেলায়,
রাত গভীরে ঘুমোয় খোকন
স্বপ্ন খেয়া ভেলায়।।