কিছু পরাজিত শুক্রাণু ডাক দিয়েছে রাজপথে আন্দোলনের
ওদের দাবি বিজয়ীকে জোর করে জেতানো হয়েছে,
যোনিপথের ডিম্বক চত্বরে চলছে প্রেস কনফারেন্স
লাখ লাখ পরাজিত শুক্রাণু অনশনে
প্রতিজ্ঞাবদ্ধ দুর্বার আন্দোলনের
শ্লোগানে মুখরিত চত্বর,
চারিদিকে হাহাকার, শুক্রাণু!
কেউ হতে চেয়েছিল ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার!
তাদের ঠকানো হয়েছে,
ইলেকশনের বদলে সিলেকশন হয়েছে।
বিজয়ী শুক্রাণু ততক্ষণে প্রবেশ করেছে ডিম্বের সুরক্ষা বলয়ে!
আন্দোলন তীব্র হলো!
রাজপথে কোটি শুক্রাণু লেজ নাড়িয়ে প্রতিবাদ করছে।
প্রশাসন হাসছে।
অনশনে কিছু শুক্রাণুর মৃত্যু,
নিরাপত্তা ঝিল্লী ভেদ করতে না পারার আর্তনাদ,
যোনিপথে কোটি শুক্রাণুর আত্মহনন!
শুক্রাণু হতে ভ্রুণ,
অতঃপর হাত, পা, মাথা।
বিদ্রোহীদের কেউই বেঁচে নেই, ডিম্বক চত্বর নিষ্ফলা!
জন্ম হলো-
এক দুর্নীতিবাজ কাণ্ডারীর।