নিঃশেষিত রজনীর প্রেমে, মোহ হয়ে রইবে স্মৃতিরা।
যে সুগন্ধীতে হয়েছিলে ব্যাকুল তাকেই চায় বাকিরা।
অবশেষে ক্লেশ, লোভ আর মোহে ছারখার সংসার,
আর মাটির পিদিম হেসে চলে নিরবে, অবিরাম, নির্ভার।

ভাল থাকুক জাগতিক ভালোবাসা...