এ কী আজব খেলারে ভাই
জাদুর দুনিয়ায়!
কাঠের লাঠি সাপ হয়ে যায়
তুড়ির ইশারায়!
খালি বাক্স যায় যে ভরে
চোখের পলকে,
তাসের রানী গুম হয়ে যায়
আলোর ঝলকে!
হিংটিংছট্ বললে পরে
টাকে গজায় চুল,
সাদা কাগজ ছিঁড়লে ফুটে
রঙ বেরঙের ফুল!
কড়াৎ দিয়ে কাটে মাথা
সে কি ভয়ংকর!
হাত তালিতে জোড়া লাগে
বললে ছুঁ মন্তর!
জলের ওপর আগুন জ¦লে
জাদুর কতো ভেলকি!
জাদুকরের এক ইশারায়
শূন্যে ভাসে পালকি!
গায়েবানার মন্ত্র পড়ে
উধাও করে পাখি!
কি করে সে আসলো ফিরে
অবাক হয়ে দেখি!