একটা নিরীহ মাকড়সা
দিনের পর দিন
কুটকুট করে
জাল বুনছে...

বুনছে...
বুনছে...
বুনছে...

ছোট জাল!
সবাই দেখছে,
কেউ কিছু করছে না,
কেউ কিছু বলছে না!

দিন যায়, দিন যায়, দিন যায়...

এখন...
চারিদিকে শুধু জাল!
আর ছোট বড় মাঝারি মাকড়সার প্রতাপ!

একদিন জালে
আটকা পড়ল
গোটা দেশ!

মাকড়সা
হেসে কুটিকুটি!
(_)গণতন্ত্রের জালে আটকে গেল প্রিয় স্বাধীনতা!