যে হাসিতে তুমি নেই, সেই হাসি অভিশপ্ত করা হোক
অবেলায় অসুখ আসুক, বাড়িয়ে দিক মৃত্যু রোগ
সর্বগ্রাসী প্লাবণ হোক, ঝড়, বৃষ্টি, বাদল হোক,
তুমিহীনায় অনাসৃষ্টি হোক, তামাম দুনিয়া বিলীন হোক।
নিঃশোষিত হোক যত প্রাণ সঞ্চার,
প্রেম, ভালোবাসা হোক মৃত্যুর পরোয়ানা,
যার হাসিতে তুমি নেই তার বাঁচতে মানা।
যার ভালোবাসায় তুমি নেই তার এই ধরায় ইতি হোক।
* প্রথম দুইলাইন আমার মস্তিষ্ক প্রসূত নয়।