আহা! আজি সুখের বারি ঝরে ধরায়,
দুখের খরায়, বৃষ্টি প্লাবন ধারায়!
নাচন জাগে প্রাণে, মম অন্তঃপুরে,
শালিক যামী গাহে গীত প্রাণ ভরে!
ঝিরঝির হিম-সুখ! বারি বরষে!
দুখের শেষে সুখে আজি, মন হরষে!
আয় তোরা মাতি সাথে প্রাণ উল্লাসে,
এই শুভক্ষণে দেখ পৃথ্বীও যে হাসে!
কর তোরা আজ, তাঁর জয়ধ্বনি কর,
অন্ধকারে আলো দিল যে-
সেই তো -আল্লাহ; সেই তো - ঈশ্বর!