আজ সকালের পত্রিকায়
খবর ছাপা প্রথম পাতায়,
হাজারের ভিড়ে দশ জনে-
পিটালো এক যুবকেরে!!
সবাই ছিল নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে,
বলল, ইস্! কি করুণ হাল ছেলেটার।
পরের পাতায় বড় বড় অক্ষরে ছাপা
ধর্ষণের পর ছোট্ট মেয়ের মাটিতে লাশ চাপা,
বিস্তারিত খবর ছেপেছে ভিতরের কাগজে
পাঁচ জনে ধর্ষণ করে কিভাবে, ঢুকে না তা মগজে,
তবু সবাই ছিল নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে,
বলল, ইস্! কি করুণ হাল মেয়েটার।
দেশের খবর পাতায় মোটা অক্ষরে লেখা
সবচেয়ে ভয়ানক ঘটনা সাংবাদিকের দেখা,
মিথ্যে উস্কানির ধর্মীয় সহিংসতায় পুড়ছে গ্রাম
মরেছে অসংখ্য! বাকিরা পালিয়েছে বাঁচাতে প্রাণ।
তবু সবাই ছিল নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে,
বলল, ইস্! কি করুণ হাল গ্রামটার।
অর্থনীতির পাতায় নেই কোন ভাল খবর
লুটের পর লুট করে দেশের জন্য খুঁড়ছে কবর,
রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে অনেকে
শেয়ার বাজারের ধ্বংস স্তূপ ফকির করেছে বহু রাজাকে।
তবু সবাই ছিল নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে,
বলল, ইস্! কি করুণ হাল দেশটার।
আমরা নাকি বীরের জাতি!!! আসলেই কি?
তবে আমরা কি কখনো ভেবেছি?
আজ সেই ছেলেটা হয়ত আমার ভাই হতে পারত
সেই মেয়েটা হয়ত আমায় বাবা-মা বলে ডাকত
হয়ত সেই পোড়া গ্রামে আমিও জ্বলতাম
কিংবা রাজা থেকে ভিখারী আমিও হতাম?
যদি তাই ভেবে থাকি;
তবে নেই কেন কোন প্রতিবাদ,
তবে নেই কেন কোন প্রতিরোধ?
তবে আমরা কি আর বীর বাঙ্গালী নই?
নাকি আমরা পৃথিবীর বুকে জাগ্রত-
নতুন কোন ইস্ জাতি।