আজ আমি কবিতা লিখবো না,
আজ আমি তোমায় লিখবো,
ছন্দ সুরে, তাল লয়ে,
শুধু তোমার ছবি আঁকবো।
ভাবছো আমার একি হেয়ালিপনা
সুরে কি আর হয় ছবি?
একবার তুমি ক্যানভাসে আসো
তোমাতেই রাঙ্গাবো তুলি।
মাথায় আজ কোনো কবিতা নেই,
সর্বত্র তোমার ছড়াছড়ি।
যেদিকে তাকাই সেদিকেই তুমি
এ তোমার যথেষ্ট বাড়াবাড়ি।
আকাশের ঐ মেঘের ভিড়ে
কিংবা কাঠ ফাঁটা রৌদ্দুরে,
আমি শুধু তোমাকেই দেখি।
রংধনুর সাত রঙে,
কিংবা কলসি কাঁকে ললনার ঢঙে
আমি শুধু তোমাকেই দেখি।
সমুদ্রের ছলাত ছলাত আছড়ে পড়া ঢেউয়ে
কিংবা পাহাড়ের চূড়ায় ভেসে আসা উত্তরি হাওয়ায়
আমি তোমার ঘামের গন্ধ খুঁজি।
তাই তোমাকে আমি ছন্দে, সুরে আঁকি
মনের ক্যানভাসে।
আমার হেয়ালি এমনই।