তুমি যদি এক হও
হে রব, হে মোর ভগবান,
তবে কেন মানুষে মানুষে
এত ভেদ, এত ব্যবধান!

যারে বানিয়েছ শ্রেষ্ঠ তুমি
গড়েছ মাটির বলে,
তবে কেন ওরা ভেঙেছে আজ
পৃথক দলে দলে?

তোমারে লোভিতে মরে ওরা
অনুসারি ভিন্ন পথ,
তুমি কেন তবুও দয়া নাহি করে
সৃজন করো বিপথ?

এবার থামো, যদি তুমি থাকো,
একবার এসো ধরায়,
সন্তান তব আকুলে ব্যাকুলে ডাকে
কোলে তুলে লও ত্বরায়।
---------