হে মহান,
তোমার চরণে দাও মোরে স্থান
ভুবনে করেছি যত শুভ, চাই প্রতিদান।
হে মহান,
করতে দাও মোরে, অমৃত পান
তোমার সৃষ্টির যাতে করতে পারি কল্যান।
হে মহান,
অনাসৃষ্টির ক্ষমা করজোরে চাই,
ক্ষমা কর, যদি করি, কোন অজান্তে অন্যায়।
হে মহান,
জেনো তুমি মোর একমাত্র সহায়,
দিও সম্মান, শ্রেষ্ট যখন করেছ দুনিয়ায়।
হে মহান,
দিবা নিশি জপি তোমারি নাম,
কাছে ডেকে লও মোরে, ঘুচাও ব্যবধান।
হে মহান,
ডাকিছে তোমারে, তোমারি সন্তান
একবার শুধু শোন মোর এই আহবান।
হে মহান,
হে মহান,
হে মহান।