মনের গহীনে ভেবে ছিনু যবে
হবে মোর দু’নয়নের তারা
মনজুড়ে ছিলে তুমি,
ছিল উচ্ছসিত আবেগ ধারা।
ছিলাম আত্মহারা, মাতোয়ারা
সেই স্বপ্নীল সুন্দর সন্ধ্যায়
তোমারই আগমনী উৎসবে
অপ্সরা নেমেছিল ধরায়।
স্বপ্নভগ্ন হল আমর
তিমির অমাবশ্যায় চরাচর,
বারিধায়ার বয়ে চলে গেলে তুমি
আমার ভগ্ন স্বপ্ন বাসর।
মনের কোণে ছিলে তুমি
ভাবের মধ্যে হারা
মনের মাঝে আজ বয়ে চলে
সেই পুরোনো বারিধারা।
ছলনাতে ভুলে ছিলাম, দুরে ছিলে তুমি
মাটির সাথে সংসার করে হয়ে গেলে ভুমি
নিশিত তন্দ্রায় মনের কোণে
কায়াহীন হয়ে রইলে তুমি।
তোমার অপেক্ষায় আজো বসে হায়
ভাবি কি হয়েছিল সে সন্ধ্যায়
নয়নের বারি ঝরে, সমুখে নেয় তুমি
এই নিশিতে তাই অপেক্ষার দিন গুলি।