তুমি পাশে দাঁড়িয়ে আছো, তারপরও পাশ দিয়ে
হেঁটে যাওয়া মেয়েটার দিকে ড্যাবড্যাব করে তাকাতে
ভাল্লাগে---;

অনেক ভাল রান্না করার পর যখন তুমি অনেক যত্ন করে
সাজিয়ে খাবার দাও, সেগুলোকে ইচ্ছে করেই বাজে হয়েছে বলতে
ভাল্লাগে---;

বইমেলায় লক্ষ মানুষের ভিড়ে তোমাকে রাগিয়ে পিছু পিছু
দৌড়াতে কিংবা ভিড়ের মাঝে শাড়ির কুচি ঠিক করে দিতেও
ভাল্লাগে---;

দুজন মিলে যখন কোন হরর মুভি দেখি, তখন ইচ্ছে করেই
ভয় না পাওয়ার জন্য তোমার হাতটা ধরে ঘুমিয়ে পড়তে ভীষণ
ভাল্লাগে---;

কলিগদের সামনে তোমার যাচ্ছেতাই দুর্নাম করতে আবার
বাসায় গিয়ে তোমাকে আকাশের চাঁদের সাথে তুলনা করতেও
ভাল্লাগে--;

তোমার জ্বর হলে যখন তুমি বিছানায় শুয়ে শুয়ে প্রলাপ কর
তখন তোমাকে দেখিয়ে দেখিয়ে চানাচুর ভাজা খেতে কি যে
ভাল্লাগে---;

তুমি না চাইলেও ইচ্ছে করেই ঘড়ির এর্লামটা সকাল ছয়টা
সেট করতে আবার ইচ্ছে করেই এর্লাম বন্ধ না করে ঘুমিয়ে থাকতে
ভাল্লাগে--:

অফিস থেকে ফিরে শার্ট প্যান্ট গুলো এলোমেলো করে ছড়িয়ে
ছিটিয়ে রেখে তোমার মেজাজ বিগড়াতে, জানো তো অনেক
ভাল্লাগে---;

আসলে তোমার সাথে খুনসুটি না করলে দিনটাই মাটি হয়ে যায়
তাই তোমাকে এভাবেই তোমাকে ভালবাসতে ভীষণ
ভাল্লাগে---;