ওই যে দেখো দূর আকাশে
হাসে ঈদের চাঁদ,
তাই না দেখে জোয়ান বুড়ো
আনন্দে উন্মাদ।
খুশির জোয়ার বইলো ঘরে
বইছে হাটে-ঘাটে,
কাল সকালে ঈদের নামাজ
ঈদগাহেরই মাঠে।
ছেলে পুলে, নবীন প্রবীণ
করবে কোলাকুলি,
সবার ঘরে যাবে সবাই
খাবে পিঠাপুলি।
ছোট্ট খোকা হাতবাড়িয়ে
চায়বে সেলামী,
নতুন নতুন টাকা পেতে
করবে পাগলামী।
দাদী হলো ভীষণ ভালো
আঁড়ে গিয়ে বলে,
নাও গো দাদু দশটাকাটা
আদর দিয়ে গালে।
রসমালাই আর মিষ্টিমণ্ডা
সাথে লাচ্ছা সেমাই,
খুব খেয়ে তাই ঢেঁকুর তুলে
বড় আপার জামাই।
বিকেল হতেই আনন্দেতে
সবাই ঘুরে-উড়ে,
রাত ভোর হয় গল্প গানে
খুশির খেয়ায় চড়ে।