সেদিন সোনা স্বপ্নে গেল
ডাইনোসরের দেশে,
কখনো সে চমকে ওঠে
মুচকি মুচকি হেসে।
ঘুমের ঘোরে বলল জোরে
মস্ত বড়ো হাতি!
আসলে সে দেখছে এক
ডাইনোসরের জাতি।
আকাশেতে উড়ছে দেখ
একি আজব পাখি,
লম্বা লম্বা দাঁতাল মুখে
করছে ডাকাডাকি!
মানুষ নামের নেই যে কিছু
এই তো ভারি অন্যায়!
ভয় পেয়ে হায় বন্যা হলো
সোনামনির কান্নায়।