ধরার বুকে মনের দুখে,
করছি দিনাতিপাত।
ভাবছি কবে আসবে ভবে,
প্রেমের জলপ্রপাত।
সেদিন আমি চুমিব ভুমি
আনন্দে আত্মহারা।
যেদিন তুমি বলবে নমি
প্রেমে পাগলপারা।
বিষের কলসি লইয়ে বলছি
যে যাই বলুক লোকে।
আর কতকাল বইবো এ ঝাল
বিরহ বেদন বুকে।
প্রাণের সখা কোথায় একা
বাইছ তরী কার বাটে?
আমি কানাই বংশী বাজাই
রাধা মাইয়ার প্রেম ঘাটে।