হাটুলি বাটুলি মিকির ছা
গোলার থেকে বাইরে যা,
ধান চিবিয়ে করলি সারা
সোনার ধানে গোলা ভরা।
কুটকুটিয়ে খাস কীভাবে
ছোট্ট পায়ে যাস কীভাবে?
মাঠের আলে বাঁধলি বাসা
ধানে গোলা করলি ঠাঁসা!
কিষাণ কাকায় কেঁদে মরে
কার ধান কে গোলায় ভরে!
পেটটা ভরে খাস না আর
পড়লে ধরা খাবি মার।
মিকি ছুঁচো দৌড়ে পালা
ধরলে পুলিশ বুঝবি জ্বালা।
চুরির দায়ে খাটবি সাজা
ধান চুরির তুই বুঝবি মজা।