ডেঙ্গু জ্বরে পঙ্গু হয়ে
মরছে যে লোক শ'য়ে শ'য়ে,
ঘরের ভিতর এডিস ওড়ে
কাটছে যে দিন ভয়ে ভয়ে।
ডোরাকাটা ছয় পায়ের ওই
মশার কামড় বাড়ায় জ্বর,
উচ্চ তাপে শরীর কাঁপে
মাথা ব্যাথায় ভীষণ জোর!
ভনভনিয়ে উড়ে এডিস
দেখতে নয় সে খুব যে ভালো,
সুযোগ পেলে চুপিসারে
কামড় দিয়ে পেট রাঙালো।
জমা জলে এডিস মশা
তড়তড়িয়ে বাঁধে বাসা,
টবের জলে, টায়ার কৌটোয়
কিংবা ছোট ডিমের খোসায়।
জ্বর হলে ভাই জল খেতে হয়
ডেঙ্গু জ্বরে ভয় পেতে নয়,
নানান রকম ফলের রসে
ডেঙ্গু মুক্তি হয় নিমেষে।