যদি চাও বাঁচতে কর সবাই ফন্দী
একসাথে মিলে সবাই হও গৃহবন্ধী,
দুনিয়াতে এসেছে নতুন এক মহামারী,
কোভিড-১৯ নাম তার ওজোনেতে ভারী।
মারাত্মক ভাইরাস সে মানে না কোন নিয়ম
আক্রান্ত হলে হবে জ্বর সর্দি গলাব্যাথা চরম,
দশ মিনিট পর পর হাত ধোও সাবানের জলে,
ভাইরাস নিমেষেই যাবে মরে ডাক্তাররা বলে।
যদি হয় জ্বর সর্দি ভয় না পেয়ে হও একঘরে,
বেশী বেশী ভিটামিন সি আর ভাত খাও পেট ভরে,
এ ক'দিন তিন ফুট দূরত্ব বজাও সবার সাথে ভাই,
না হলে কিছুদিন পরে দেখবে সাথে কেউ নাই।
যদি থাকে ডায়াবেটিস-এজমা, বেশী সতর্ক হও
নিয়ম মাফিক পথ্য খাও বাঁচতে যদি চাও।
প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেও না আর,
একবার ধরলে ভাইরাস সহজে দেবেনা ছাড়।
রোজ রোজ প্রার্থনা কর, কর সবাই মোনাজাত
হে প্রভু রক্ষা কর এই ধরণী, দাও হে নব-প্রভাত,
তোমারই সন্তান আজ তব দ্বারে মাঙ্গছে জিয়ন-প্রাণ
এই সংকটে মুক্তি দাও মোরে, তব চরণে দাও স্থান।