চড়ুই পাখি মিষ্টি ভারি
মিষ্টি যে তার বায়না।
উড়ে এসে বলছে সে যে
পড়বে সোনার গয়না।
ছোট্ট খোকন ভাবছে বসে
এখন করে কি যে,
মা যে সব গয়না লুকোয়
শাড়ি জামার ভাঁজে!
গোমড়া মুখে বলে খোকন
ধরে মায়ের গলে,
দাও না গো মা একটা সোনা
পাখির লেজে তুলে!
কানটি পেতে শুনছে যে মা
খোকন সোনার বায়না,
চড়ুই নাকি সাজবে বঁধু
গয়না ছাড়া হয়না!
শুনে চড়ুই ফুড়ুৎ করে
উড়াল দিয়ে বলে,
চাই না আমি গয়নাগাটি
বন্ধু তুমি হলে।
খোকার মুখে হাসি ফুটে
বন্ধু হলো দুজন,
রোজ বিকেলে খেলবে সাথে
দেখবে সারা ভুবন!