চোরাবালি আস্তর, শূন্য তোমার মন
মিথ্যের মরীচিকা সব আলেয়ার ভুবন,
অন্ধের পাথারে অন্তহীন ছলনার ঢল,
মায়ার বাঁধনে বাঁধে সবে কায়া হীন ছল।
যে জীবন আজ তোমার বড়ই আপন
দংশাবে সে জীবন, সাক্ষী ভাবি ক্ষণ,
আপনার আপন চিনেছ যে তুমি জীবনভর
ছলের মায়ায় ছিনবে হৃদি মিথ্যের কলেবর।
তোমার আঁখি চোরাবালির পটলচেরা মার্গ
হাসিতে বাঁশিতে কতই না নিবে তার ভাগ,
তবুও ক্ষণিকে আপন আর আপনার না হয়
আগামীর দিনে স্বার্থ মরীচিকা দেয় পরিচয়।
যে জীবন তোমার নয়, কারেই বা সুধাবে তা
সবাই যে ব্যস্ত-বিজ্ঞ ছলকারী দেখায় মানবতা,
বিধাতাও যে ছল করে বানিয়েছে তোমায় রহস্যময়ী,
ছলের দুনিয়ায় আলেয়ার রাজত্ব সেথা প্রেম ধরাশায়ী।