এক হও জনতা,
ভেঙে ফেল মৌনতা,
দাও হাঁক বাঁচবার,
দাও হাঁক বাঁচবার,
বুঝে নাও অধিকার।
এখনই হানা দাও
যার যা বুঝে নাও,
ভেঙে ফেল কারাগার,
করো জোরে চিৎকার,
করো জোরে চিৎকার,
বুঝে নাও অধিকার।
ওই দেখ শৃঙ্খলে
আছে যারা কোন্দলে,
ভুলে গিয়ে ভেদাভেদ,
বলো যা আছে দরকার,
নাও ছিনে অধিকার,
দাও হাঁক বাঁচবার,
দাও হাঁক বাঁচবার।
যুবারা জেগে যাও,
বিজয়ের গান গাও,
মুষ্ঠিতে বল এনে,
করো জোরে চিৎকার,
করো জোরে চিৎকার,
বলো যা আছে দরকার।
ওই দেখ পূব কোণে
সুর্যটাও আনমনে,
ছড়িয়ে আপন তেজ,
বলছে শতবার,
দাও মোরে কিরণের অধিকার,
দাও মোরে কিরণের অধিকার।
কিশোর-তরুণ সবে,
গর্জে ওঠো তবে,
বলো বলো সমস্বরে,
দাও স্বাধীনতা, বাঁচবার
বুঝে নাও অধিকার,
যার যা দরকার।