প্রভু তোমায় নমি, চরণ দুটি চুমি
করি এই প্রার্থনা,
সুখে যেন থাকে, প্রিয় মানি যাকে
শুনো এই বন্দনা।
চাই না হতে রাজা, যেন মহা সাজা
এই ভুবনের মাঝে।
শুধু যে চাই আমি, আমার প্রিয় ভুমি
সুখের ছোঁয়ায় সাজে।
দুঃখ যেন না ছোঁয়, রূঢ় যেন না হই
সুখ বিলোতে পারি।
রেখো প্রভু মোর মান, দিতে পারি সম্মান
দুঃখ সইতে না'রি।