নাই বা হলেম আকাশের চাঁদ
আর তুমি ধ্রুবতারা,
নাই বা হেরিলে মোরে
নাই বা হলেম পাগলপারা।
তুমি পিউকাঁহা নাই বা গাইলে
নাই বা এলে বরষার নীপবনে,
চাতক আমি নাই বা হলেম,
হলেম ঝরা ফুল তোমার ভুবনে।
ঝঞ্ঝায় না হয় কিছুটা বাড়িয়ে হাত
রবির আলোয় এনো প্রভাত,
অমানিশার ঘোর তবু ঘুচে যাক
তব স্পর্শে এজনম মুক্তি পাক।
তব আঁখিপাতে নাই বা পেলেম ঠাঁই
তবু যে তুমি ব্যতীয়া কেহ মোর নাই,
পরান তিয়াসা মিটে যে তোমায় দেখে
বলো শুধু একবার ভালোবাসি--
হারিয়ে যাবো ঠিক--
এই হৃদখানি তব দোরে বন্ধক রেখে।।