মানুষ খুব অবেলায় প্রিয় মানুষটিকে বলে
ভালোবাসি।
নিজের ইগো, ইমশোনের কাছে হেরে বলা হয় না
ভালোবাসি।
নিজের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে বলা হয় না
ভালোবাসি।
অথচ মানুষ প্রতিটা মুহূর্তে অনুভব করে প্রিয় মানুষটাকে!
.
নীরবে সহস্রবার বলা হলেও প্রকাশ্যে বলা হয় না-
ভালোবাসি।
.
ছোট এই শব্দ শোনার আকুতি,
দূরত্ব বাড়িয়ে অন্তরীক্ষের সীমানা ছাড়ায়,
তবুও বলা হয়ে ওঠে না-
ভালোবাসি।
.
আমরা ভালোবেসে যাই অগোচরে, নীরবে;
চেনা পথ ভুলে যাওয়ার ভয়ে মুখ ফুটে বলা হয় না-
ভালোবাসি।
.
অথচ সময় ফুরোলে আক্ষেপে মরি,
বারবার চিৎকার করে বলি,
ভালোবাসি, ভালোবাসি।
তখন প্রিয় মানুষটি হয়ে যায় দূর নক্ষত্রের তারা!