এই রুপ, এই শৃঙ্গার সবি যে তোমারি লাগি,
হে মোর প্রাণের দেবতা, হে মোর জনমের ভাগি।।
তুমি মোর শত কোলাহলে পূর্ণতার দিবস যামিনী
সখা তুমি মোর বিহারী আমি যে তব বিনোদিনী।।
তোমার লাগি মোর যত আশা আজি রহিছে জাগি
শয়নে স্বপনে মম হৃদির লাগি শুধু যে তব প্রেম মাঙ্গি,
তোমা হতে মোরে কে রাখিবে দুরে,
আজি ছলছল মম আঁখি বারি
দিবস-রজনী রহিনু তব হৃদি পরে,
দাঁড়ায়ে আছি হে আমি তব বিহারী।
প্রেম দাও হে বিনোদিনী মম প্রাণ ভরে,
এসো তবে বন্দী করো মোর বাহুডোরে।।
কত রাতি জাগিব বলো তব পথ চাহিয়া,
তোমারি সুধা পানে হৃদি উঠে শিহরিয়া।।
ওগো মোর বিনোদিনী দেখিয়া লও তোমার তরে আজ
অভাগা তব ভিখারী সাজায়াছে বিধ্বংসী ধুম্র রণ সাজ,
ভাবিয়া উত্চ্ছসিত মম হৃদি সেদিন আর বেশী দূরে নহে
মোর প্রিয়ে বিনোদিনী চাহিয়া দেখ সুদিনের সমীরণ বহে।।