বাদলের কালো ছেয়েছে প্রিয়ার মুখে
বিদায়ের বেলা অঝোরে নেমেছে বৃষ্টি,
প্রিয়া মোর হিয়া নিয়ে যায় উড়ে
বিদায়ের বেলা অঝোরে নামিয়ে বৃষ্টি।

এ কী করুণ রঙের নিকষ ধূল জমেছে
কাজল কাজল কালো মেঘে প্রিয়ার নয়ন,
এ কোন বেহাগী রাগের সুর তুলেছে বাঁশরি
ছলাৎ ছলাৎ ঢেউ তুলেছে প্রিয়ার নয়ন।

কোথায় গেল মোর প্রিয়া, কোথায় হারালো
বিদায় বেলা বিরহের এ কোন গান শোনালো প্রিয়া!
মধুমাখা মুখের হাসি, নিমেষে কেন হলো বিষাদ বাঁশি
বিদায় বেলা এ কোন অশনি সুর বাজালো প্রিয়া!

ক্ষণেক ফিরে চাও না ফিরে, ওগো প্রিয়া মোর
ফিরে এসে খুলে দাও বাতায়ন, দাও খুলে পাষাণ দোর,
প্রিয়া প্রিয়া বলে ডাকি, বারেক ফিরে চাও,
যাবে যদি যাও চলে, মোর প্রাণটা সাথে নিয়ে যাও।