বাজার থেকে আনলো খোকা
ছোট্ট একটা মিনি,
দুপ'সাতে দর হলো তার
আনলো বাড়ি কিনি।
মিনির ছুটে মজল বাড়ি,
খুশি খোকার মনটা,
সারা বাড়ি লাফায় সে যে
মিনি নামের প্রাণটা।
মাছের কাঁটা খুব যে প্রিয়
চিবিয়ে খায় সবটা,
পেটটা ভরে খেয়ে মিনি
নাচে তা ধিন ধিন তা।
দিনের সাথে বাড়ে মিনি
খুব যে চড়া রাগ,
এতোদিনে বুঝলো খোকা
কিনেছিল বাঘ।
বাঘের ভয়ে কাঁপছে সবাই
শান্ত শুধু খোকা,
হালুম হালুম ডাকছে মিনি
খাচ্ছে সবাই ধোকা।