আমার বাবা ভীষণ রাগী
মস্ত বড় গোঁফ!
চোখ রাঙালেই সবাই খুঁজি
লুকিয়ে পড়ার ঝোপ!
ছাতি মাথায় বাবা যখন
চলেন রাস্তা ধরে,
ছানাপোনা ভয়ের চোটে
ঘাপটি মারে ঘরে।
বাবার ভয়ে আমরা সবাই
ভয়েই কুপোকাত,
পড়ালেখায় নেই কোনো ছাড়
চায় না অজুহাত!
তবুও বাবা সবার সেরা
খাটেন দিনে রাতে,
স্বপ্ন দেখেন আমরা যেন
থাকি দুধে ভাতে।