আমি আমি করছ যে তুমি
কখনো কি দেখেছো নিজ পা দু’খানি?
কিসের উপর দাঁড়াও না জানি
পাবে না খুঁজে সুচাগ্র মেদিনী।
আত্ম প্রচারে মোহিত হে সুজন
কখনো কি গুনেছ সুহৃৎ কজন?
নিজের সৃষ্টিতে নিজেই হয়েছ মাতোয়ারা
ডামা-ঢোল পিটিয়ে করছ সবি সারা।
পাঠক-শ্রোতা তোমার, এতই নয় তো বোকা
কথার ছলে কিভাবে তাদের দেবে তুমি ধোকা?
হয়ত তোমার সামনে বলে না খারাপ, সৃষ্টি তোমার মন্দ
কিন্তু পিছে বলে তুমি নাকি খেয়েছ সরাব, জানো না তাল ছন্দ।
চাঁদ উঠলে সবাই দেখে বলতে হয়না তা
তোমার সৃষ্টি সবাই দেখবে, যদি পায় পূর্ণতা।
হে আত্ম প্রচারে মুগ্ধ গুণী, শুধ্রাও এবার নিজেকে,
নচেৎ তোমার পতনে ওগো দোষীবে বল কাকে?