শুধু তোমায় বলবো বলে
কিছু কথা আজো হলো না বলা,
তোমার সাথে কিছু পথ চলবো বলে
থমকে আছে নগরীর রাজপথ।
তোমায় দেখে সে যে পলক হারিয়েছি,
তোমার হাসিতে বিভোর হয়েছি,
মাতাল হয়েছি তোমার ঘ্রাণে-
রেশ তার যায়নি কিছুই মুছে।
আমি অল্প অল্প করে তোমার হতে গিয়ে
কবে যে গল্প হয়ে গেলাম,
জেনেছি তা তোমার উপন্যাস পড়ে।
তবে হ্যাঁ, এবার তুমি না এলে
আর যাবো না তোমার পথের ধূলো উড়াতে।
বুঝলে ম্যাডাম?