আমি রুক্ষ মরুতে আনতে পারি
দিগন্ত বিস্তৃত সবুজের শ্যামল বন্যা,
আমি আনতে পারি মৌন হৃদয়ে
সুহৃদের তরে প্রেমের মীন কন্যা,
আমি আঁকতে পারি অমাবস্যার রাতে
ভরা পূর্ণিমার উজ্জ্বল ছবি,
কারণ আমি সেই, কবি!
আমি নিমেষেই পড়াতে পারি সদ্য
বিধবার গায়ে লাল টকটকে বেনারসী,
দিতে পারি শত কষ্টের মাঝে
দুখিনীর মুখে এক ফোঁটা মিষ্টি হাসি,
আমি এক মুহূর্তেই পুড়ে ছারখার
করতে পারি এই ব্রহ্মান্ডের সবি,
কারণ আমি সেই- কবি!
আমি মৃতের দেহে দিতে পারি
উচ্ছল প্রাণের বারিধারা,
আমি এ দুনিয়ার মস্ত রাজাকে
করতে পারি নিমেষে বাস্তুহারা,
আমি অলীককে করতে পারি বাস্তব
আর যত ভুতকে করতে পারি ভাবী,
কারণ আমি সেই -কবি!