আমি জাতিস্মর,
আমি মহাকাল কণ্ঠ
আমি গরল করেছি ধারণ
আমি নীলকণ্ঠ।
আমি প্রাজ্ঞ
আমি শিলাজিৎ অমৃত
আমি জীবন দেখেছি সুষমায়
আমিই অনন্ত বৃত্ত।
আমি জ্ঞান
আমি জগতের খবর
আমি শুষে নেই যত ক্লিশে-ক্লেশ
আমি আস্ত কৃষ্ণগহ্বর।
আমি দিন
আমি রাত
আমি সূর্য
আমিই চাঁদ।
আমি অগ্নি
আমি করি পুড়ে ছারখার,
আমি গিনি সোনা গড়ে দেই
এই নিয়ে করি কারবার।
আমি সময়
আমি ভেসে চলি বাদলে
আমি নিষ্ঠুর প্রাণ
ঝংকার তুলি মাদলে।
আমি বিহঙ্গ
আমি ছাড়াই নীল দিগন্ত
আমি দেখি ডোরাকাটা ধরাটুকু
দেখি মানবের অন্ত।
আমি মোহ,
আমি প্রেম
আমি ষড়রিপু
নই ভালোবাসা হেম।
আমি স্বর্গ
আমি নরক
আমি মর্ত্যে রহি
সবি করি পরখ।
আমি আমি
আমি তুমি
আমি আছি সবখানে
আমি অন্তর, সব জানে!
যদি দেখতে চাও
আরশিতে যাও
দেখো দেখো নিজেরে
কত শুদ্ধতা আছে পাঁজরে!