যদি কেউ জানতে চায় আমার কি পছন্দ
আমি বলব-
সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা বাতাসের গন্ধ;
নদীর বুকে হাজার গাংচিলেদের ছুটে চলার ছন্দ;
বরষা দিনে গ্রামের মেঠো পথের আঁশটে গন্ধ;
আরো ভাল লাগে
প্রেয়সীর পায়ে নুপুরের রিনিঝিনি ছন্দ;
উদল গায়ে বাতাসের বয়ে চলা মৃদুমন্দ;
ভাল লাগে মায়ের ভালবাসায় হতে অন্ধ;
ব্যাস্, এতটুকুই তো আমার পছন্দ;
আর কেউ যদি জানতে চায় আমার কি ভালবাসি
আমি বলব-
ঐ যে দেখছ রামধনু তার ক’টা রঙ
ঝাপসা কিংবা বিলীন হয়েছে তা গুনতে ভালবাসি;
আমি ভালবাসি লাল পদ্মে ভরা দিঘীর
জলে নেমে সাঁতরে বেড়াতে এপাড় ওপাড়;
আমি রাঙামাটিতে পাহাড়ি আদিবাসিদের সাথে
বৈশাবিতে জলকেলিতে মাততে ভালবাসি;
আমি ভালবাসি স্মৃতির পাতায় আমার ফেলে
আসা সুখের দিনগুলোতে ঘুরতে, উড়তে।
আমার সঙ্গীনির হাতে হাত রেখে
দুর অজানায় হারাতে খুব খুব ভালবাসি;
আমি স্বপ্ন দেখতে ভালবাসি, স্বপ্ন দেখাতে ভালবাসি
আমি হাসতে ভালবাসি, আমি হাসাতে ভালবাসি;
আমি যে তার জমানো অভিমান ভাঙাতে ভালবাসি।