এমন মাটি এমন জল
আর কোথায় পাব বল?
যার সমুদ্র তটে ঊর্মি খেলে
রৌদ্রে রুপোলী ঝলমল!
এদেশ ও ভাই স্বদেশ মোদের
প্রিয় জন্মভূমি।
যার ছায়াতলে, কত মায়া হলে,
নমি- ধরণী চুমি!
শান্তি যেথায় বাতাসে ওড়ে
সুখের সমারোহ,
এমন দেশটি আর কোথাও
খুঁজে পাবে নাকো!
আমার সোনার দেশে
সোনা ফলে মাঠে ক্ষেতে!
এসো গো ভাই মোর গায়
সোনার পরশ পেতে!
মাঝির গলায় ভাটিয়ালি
কিষাণের গম্ভীরা,
কত সুর-সুধা আছে দেশে
হবে শুনে আত্মহারা!
আমার দেশে অতিথির বেশে
নিও গো নিমন্ত্রণ!
যেও দেখে নদীর বাঁকে
কত সুখের চিত্রণ!