আমাদের ছানাটা,
শুনে না তো মানাটা,
সে যে ভারি দুষ্ট,
করে সবি নষ্ট।
এ ঘরে ও ঘরে
করে ছোটাছুটি,
খেলনা আছে যত
ভেঙে কুটিকুটি।
পড়ালেখায় মন নেই
ধুপধাপ দুরন্ত,
আগাগোড়া বিচ্ছু সে
হয় ভেঙেচুরে ক্ষ্যান্ত।
তবু মোরা খুশি খুব
ছানাটা যে মিষ্টি,
আদরে সোহাগে সে
আমাদের সৃষ্টি।