অগণিত লাশ পড়ে থাক রাস্তায়, নালায়, নর্দমায়...
এই লাশ হয় নারী জাতির না হয় ধর্ষকের...
পাখিদের লাশ পড়ে থাক সর্বত্র, যে পাখিরা গান গাইত একদিন...
ফুলেদের লাশ পড়ে থাক, যে ফুলেরা সুগন্ধ ছড়াতো প্রতিদিন...
লাশ পড়ে থাক সেই সব কন্যার যারা বাবা বুক মাতিয়ে থাকতো...
নতুবা লাশ হয়ে যাক সমাজের যত ঘৃণ্য জঞ্জালের, আগাছার, পরজীবীর...
বাতাসে যখন লাশের গন্ধ ভেসে বেড়াবে আমরা জানবো
সুদিন আসছে, আলো আসছে...
যদি সে গন্ধ হয় ধর্ষকের লাশের তবে আলো সন্নিকটে...
আর যদি হয় ফুলের কিংবা পাখির লাশের তবুও জানবো আলো সন্নিকটে... অন্তিম আলো...
আলো যে শুধুই উজ্জ্বল হয় তাতো নয় আলোর অনুপস্থিতে হয় কালো...
অন্তিম আলো... কালো... কালো... কালো...