ওরে বারিষ যদি পারিস
আসিস আমার গাঁয়,
খরার জমিন ধূসরে রঙ্গিন
কান্দে বসে মা'য়।
জলের ছলাৎ আয়রে হঠাৎ
সোনায় ভরা মাঠ!
ক্ষুধার পেটে প্লেটটা চেটে
কিষাণ খায়না ভাত।
ওরে বারিষ যদি পারিস
একটু দেখা দয়া,
মানুষ মরে ক্ষুধার তোড়ে,
লাজে মরে হিয়া।
বৃষ্টি বাদল বর্ষা বারিষ
কী যে নামে ডাকি?
আয়রে ছুটে বজ্র টুটে
দিসনা মোরে ফাঁকি!