স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেল,
পালিত হলো-- বিজয়ের সুবর্ণজয়ন্তী!
এতটা বছর পরেও- আমি খুঁজি প্রিয় স্বাধীনতা।
খুঁজে ফিরি আমার গৌরবের বিজয়।
চারিদিকে উৎসব, শ্লোগান আর অভিনয়,
লাল সবুজ আলোয় আলোকিত নগর,
নিশিতের সুউচ্চ ভবনমালা,
কোথাও বিজয় নেই, কোথাও স্বাধীনতা নেই!
আজো এই মাটির বুকে মিশে আছে হাজারো ধর্ষিতার রক্ত,
লাখো শহিদের খণ্ডিত দেহাবশেষ!
বুদ্ধিজীবীদের আর্তনাদে মুষড়ে পরে বধ্যভূমি!
হায় স্বাধীনতা কোথায়,
হায় বিজয় কোথায়?
এখন আর গাছের চূড়ায় শকুনের দেখা পাওয়া যায় না,
সব শকুনেরা মানুষের বেশে ঘুরছে আমার চারপাশে!
যুদ্ধের সময় শকুন মরা মানুষের মাংস খাবলে খেতো,
আর এখন জীবন্ত মানুষ খাবলে খায়!
শকুনের ভয়ে আমি শংকিত, আতংকিত!
আমি আজো খুঁজে ফিরি প্রিয় স্বাধীনতা, গৌরবের বিজয়।
পৃথিবীর কোনো স্বাধীন সার্বভৌম দেশ নিজের
নাগরিকের জন্যে অস্তিত্ব বিলীনের আশংকা করে কি না তা জানা নেই।
আমাদের প্রিয় মাতৃভূমি তার বিরল নিদর্শন।
নিজের দেশকে বেচবে বলে সদা জাগ্রত কুকুর-শকুনের দল।
আমি কুকুর-শকুন ভয় পায়।
আমি শিউরে উঠি যখন দেশের কথা বলতে গেলে চেতনাবাজের তকমা লাগে গায়।
অথচ আমার মা'কে, আমার বোনকে ধর্ষিত হতে হয় রোজ।
কলঙ্কের চটচটে দাগ লাগে আমার সারা শরীর জুড়ে।
বাংলা আমার মা, বাংলা আমার বোন, আমিই বাংলা।
আমি ভালো নেই, আমি ভালো নেই, আমার বাংলা ভালো নেই।
স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেল,
পালিত হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী!
এতটা বছর পরেও আমি খুঁজি প্রিয় স্বাধীনতা।
খুঁজে ফিরি আমার গৌরবের বিজয়।