আবার হয়ত হাসবে জগত,
গাইবে পাখিরা গান সুরে…
আবার হয়ত আসবে সুদিন,
অসুরেরা পালাবে দূরে…
আমি তুমি পাশাপাশি হয়ত
হব বিমর্ষ এক রাতের পরে…
লাল নীল ফুলেরাও ফুটবে আবার
অকারণে পড়বে ঝড়ে…
আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি,
নতুন এক পৃথিবীর…
যেথা থাকবে না হানাহানি,
থাকবেনা কোন ভেদাভেদ…
যেথা মানুষের তরে মানুষ,
সম্পর্কে থাকবেনা ছেদ…
সেদিন তো আর নয় বেশী দূরে…
যেদিন পাখিরাও গাইবে গান সুরে…
লোমশ অসুরেরা সব পালাবে দূরে…
আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি,
নতুন এক পৃথিবীর…
আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি,
নতুন এক আমাদের…
এটা একটা গান, বিশুদ্ধ পৃথিবীর প্রত্যাশায়...