আজ কৌতুহলী মন যে আমার জানতে ইচ্ছা করে,
প্রেম দিবসের উদ্দীপনার সব প্রেমি-প্রেমিকের তরে।
প্রেম দিবসেই প্রেম যে হবে কেমন অজুহাত ?,
প্রেমের কোনো দিবস হয়, হয় কি কোনো রাত ?।
ফাগুনে এই প্রেমের আগুন, জ্বলতেই পারে মনে,
তাই বলে কি প্রেম হবে না শ্রাবণের ঐ ক্ষণে।
সপ্তাহ খানেক ধরে সবাই খেলছে প্রেমে খেলা,
তাই বলে কি প্রেম হবে না শীতের সন্ধ্যা বেলা?।
নির্ধারিত দিনে সে প্রেম ? যাবেই পরে ভুলে?,
সোনার পাতায় মুড়ে সে প্রেম রাখবে শিকেয় তুলে?।
পশ্চিমের ঐ কালচারে আজ আমরা কেনো ভক্ত,,
জানি না ভাই কিসের টানে, কিসের যে আসক্ত?।
প্রেম দিবসের উদযাপনের আমার নহে মানা,
ওই ভ্যালেন্টাইন কথার মানে হয়তো তোমার জানা।
তবে প্রেমের ও যে সংজ্ঞা অনেক আছে আমার মনে,
শুনলে তবে বলতে পারি? একটা তোমার কানে।
হোক না এ প্রেম মানবতার, জীবন বোধের সনে,
কোনো নির্দিষ্ট দিনে নয়,প্রতিনিয়ত প্রতি ক্ষণে ক্ষণে...।।