দেখ এ কেমন উল্টো রাজার রাজ্য রে ভাই?,
হঠাৎ রাজা উঠলো বলে দোষী র সাজা চাই।
কার কাছে ঐ রাজা আবার চাইছে দোষী র সাজা?,
রাজার রাজ্যে ঘটলে এমন নয় কি দোষী রাজা?।
শাক দিয়ে মাছ ঢাকতে রাজা বোধ হয় এমন করে,,
যদি ধরতে গিয়ে পুঁটি যে ঐ বোয়াল ধরা পরে।
নির্মম ঐ ধর্ষণ ও খুন রাজার কাছে ছোট্ট কিছুই মোটে,,
তাইতো দেখি ধর্ষণের ও মূল্য রাজা ধার্য করে বটে।
যতই করো পথে মিছিল রাজার তাতে কি এসে যায়,
রাজার লোকে বড়ই সুখে যা কিছু পায় সব চেটে খায়।
আইনের ঐ শাসন খানি যাক না শিকেয় উঠে,,
তাতে নরপশু নারীর শরীর খাক না লুটে-পুটে।
আবার দেখো আবোল তাবোল কইছে যে ঐ রাজা,
নির্যাতিতা র ফাঁসি হোক চাইছে যে তার সাজা।
আবার হঠাৎ রাজা উঠছে বলে সে দোষী র সাজা চায়,
নিজে নিজের কাছেই এমন দাবি এ কেমন উল্টো রাজা হায়!।।