তুমি আসবে তো?
রহিব আমি যে সেদিনও তোমারি অপেক্ষায় ঠিক এইখানে,,
সোনালি রোদের রঙিন আলোয় ভরা যেন সেই ক্ষণে।
কোনো একদিন সেই সোনালি বিকেলে নদী পাড়ে তরুর ছায়ায়,,
অথবা যখন চাঁদ ওঠে ঐ বাঁশ বনে বয়ে যাওয়া ফাগুন হাওয়ায়।
তুমি আসবে তো?
যখন শরতের সেই ভোরে ঘাসের আগায় শিশির জমায় ,,
যখন শিউলি ফুলের সুবাস,বইবে ভোরের বাতাস,আমার আঙিনায়।
যখন আমি আপন মনে শুনবো যে গান সেই বাউলের সুরে,
যখন পান্থ কোনো বাজিয়ে বাঁশি যাবে চলে দূরে বহু দূরে।
তুমি আসবে তো? ,
সেই আকাশ রাঙানো মেঘের সিঁদুরে গোধূলি বেলায়,,
স্বপ্নের দেশে যাবো ওই ভেসে সেই যে মেঘের ভেলায়।
ভিজে যাওয়া মাটির গন্ধে হৃদয় মুগ্ধতার সেই সন্ধ্যায়,,
অথবা রাতের বাতাসে যখন ছড়ায় ঘ্রাণ ঐ রজনীগন্ধায় ।
তুমি আসবে তো?
যখন অঝোর ঝরিবে বারি কোনো এক শাওন রাতে,,
তুমি আসবে তো মিট মিট করে জ্বলা সেই জোনাকির সাথে।
আজও কেনো আসলে না তুমি? পেরিয়ে গেল ঐ কত যে শীত বসন্ত,,
সহস্র বসন্ত শেষেও তোমারি অপেক্ষায়,সত্যি তুমি আসবে তো? ।।