হয়তো তোমাকে আর কোনোদিন কখনও যে পাবো না ফিরে,
তুমি যে ছিলে এই দেশে একশত চল্লিশ কোটি মানুষের হৃদয়ের নীড়ে।
তুমি ছিলে মনের আঙ্গিনায় এক সততার প্রতীক হয়ে,,,
হয়তো আজ তুমি আর নেই,তবু তোমার এ উপলব্ধি নিয়ে যাবে যুগ যুগ বয়ে।
সেই যে প্রতিবন্ধী বালকের তোমায় কাছ থেকে দেখে চিনে রাখা,,
তোমারি কারণে চলা কত যে অনাথের ঐ সেই জীবন রেখা।
হয়তো বা দেব দূত ছিলে তুমি এসেছিলে তাই এই দেশে
স্বার্থ টা বড় নয় ব্যবসা টা করা যায় দেখিয়েছো মানুষ কে ভালবেসে।
তুমি নয় স্বার্থান্বেষী,ছিলে দিবা নিশি এই মানুষের পাশে,
তোমারি দানে কত বাঁচিল প্রাণে তোমারি লাগি  আজ তারা হাসে।
হয়তো তুমি দিয়ে আজ ফাঁকি ঐ স্বর্গে  গিয়েছো চলি,
আজ এই অশ্রুসজল নয়নে তোমায় জানাই শ্রদ্ধাঞ্জলি ।।