সেই যেন কবে...
না সেদিন পূর্ণিমা ছিলো না রাতের আকাশে,
তবে আধ খানি চাঁদ ছিলো সেই অবকাশে।
মেঘের আড়ালে থেকে চাঁদ যেন উঁকি দিয়ে
দেখেছিল তোমায়,তুমি এসেছিলে যবে,,
সেই যেন কবে....
এক পশলা বৃষ্টিতে ভিজে গেছে মাঠ ঘাট পথ,
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ ডাকা নিঝুম সে রাত।
না সেদিন শিউলি ফোটেনি, মুখর করেছিল সে
রাত সুগন্ধে হাসনাহেনা তবে,,
সেই যেন কবে.....
যেন মেঘের আড়াল কাটিয়ে ঐ আকাশের তারা,
এসেছিলে তুমি তাই দিয়ে ছিল সাড়া,,
তুমি ছিলে তাই বুঝি জোনাকিরা সারা রাত
দিয়ে ছিলো আলো,
ক্ষণিকের সেই স্মৃতি কেন আজও লাগে ভালো,,
সেই ক্ষণ,সেই রাত,আর কখনো কি
ফিরে পাওয়া যাবে?,,
পেরিয়েছে কত যে সময়,এসে ছিলে সেই তুমি
কবে?...,
সেই যেন কবে......