হন হন করে এই পৃথিবী টা ঘুরছে,,
সময় ঘড়ি র কাটা দ্রুত কেন ছুটছে ?।
আমরা ও ছুটছি দেখ সময়ের পিছে,
সময় যায় কি ধরা? ভাব কেন মিছে।
ছুটির সে দিন গুলি ফুরায় অনায়াসে,
বেতনের দিন বুঝি আসে বারো মাসে।
নুন আনতে বুঝি পান্তা যে ফুরায়,
দীনের বেহাল দিন কেমনে ফুরায়?।
সময় ফুরায় কেনো? ভাবে কারো মন,
শ্রমিকের ঘাম ঝরে কাটে না যে ক্ষণ।
সুখময় সময় টা ধরে রাখতে যে চায়,
সময় শুনে না কথা সে যে ছুটে যায় ।
কেউ বা গুনছে দিন সুদিনের আশায়,
তাকে যত খুশি বল তুমি ভিন্ন ভাষায় ,,
তবু থামে না কখনও সে গতি না কমায়,
আপন বেগেই শুধু ছুটছে সে সময়।
ছিল ভালো সে দিন-গিয়েছে যা পিছে,,
সময় যায় কি ধরা?তবু ভাবায় যে মিছে।।