প্রকৃতির রঙ:-
সুন্দর এ প্রকৃতি নদী নালা মাঠ ঘাট
সবুজের বন,
তারই মাঝে যেন ছবি আঁকা দিয়ে
কত রঙ।
ভোরের সূর্যি রাঙা রাঙিয়ে আকাশ
বসন্তে রাঙিয়ে হাসে দেখ যে পলাশ।
শিমুল ও রাঙালো আজ দিয়ে তার রঙ,
আকাশ ও মাটির হেথা কত আলাপন।
সাত রঙে রাম ধনু আকাশের বুকে,
সাদা বক মেলে ডানা কত যেন সুখে
ধূসর পাহাড়ে পড়ে মেঘের ঐ ছায়া
প্রকৃতির রঙে আছে কত যেন মায়া ।
নীল দিগন্ত বুঝি ঐ সাগরে তে মেশে,
রঙে রঙে মিশে সেথা মন যায় ভেসে,
প্রকৃতির নানা রঙ কত যে মধুর,
রঙে রঙে ভেসে যাব আজ বহুদূর।