বর্ষার বিকালে ভিজা মাটি আর ফুলের গন্ধ
মিলে মিশে যখন একাকার,
ঠিক যেন সেই ক্ষণে হাতছানি দিয়ে আমায়
তুমি ডেকে ছিলে বারেবার।
তোমার মনে কি পড়ে আজ দিন গুলি সেই?,
হয়তো বা তোমার আজ আর মনে নেই।
সাত রঙে আঁকা, সেই রাম ধনু দেখা,
মনে কি পড়ে আজ তোমার সেই দিন গুলো।
গোধূলি বেলায় মাতিয়া খেলায়
সেদিন দুজনের পায়ে পায়ে উড়ানো সে ধুলো।
রাতের আকাশে ওঠা মেঘ ভাঙা চাঁদ,
হাত খানি রেখে হাতে কাঁধে রেখে কাঁধ,
দুজনে সেদিন ছিলেম বসি।
মন সেথা মগনে,চাহিয়া যে গগনে
এমনি করে কাটিল ঐ জীবনের কত যে নিশি।
রাঙিয়ে আকাশ জাগিল ঊষা,
হৃদয়ের নীড়ে ছিলো ভালবাসা,
আজ হারালো হৃদয় ভাষা খানি সেই।
খেলা ছিলো সেই তব বসা ভালো,
নিজে হাতে তুমি নিভালে যে আলো,
তাই তো তোমার সেই দিনগুলি আর মনে নেই।।