হঠাৎ আমি বছর পরে,
ফিরেছি  যখন আমার ঘরে,,
এক বন্ধু এসে শুধায় আমায় কেমন আছিস বল?
বললাম আমি- ভালোই আছি ভিন রাজ্যের চাকরি করি, শুধু বাড়ির কথা পড়লে মনে চোখে আসে জল,
এই রাজ্যে চাকরি নেই , ঘুষ দেওয়ার টাকাও নেই, কি আর করি বল???

ছার না ভাইরে আমার কথা, তুই তো আছিস বেশ?
বলল আমায় মুচকি হেসে- প্রাইমারি মাস্টার আমি, শেষ করেছি  রেস,,
এগারো টায়  স্কুল যাই তিন টায়  করি শেষ,
তারপরে আবার ব্যবসা করি আছি দারুণ বেশ,

বললাম আমি- হয়ে অবাক, এসব ও কি হয় গো সম্ভব?
মেট্রিক এ  তুই তিনবার ভাই ফেল করেছিস বটে,
শুধু চতুর্থ  বার নতুন করে স্কুল আর বয়াস  পাল্টে পাস করেছিস মোটে,,
ভাই এ যে তোর কেমন ক্যালি, অনায়াসে চাকরি পেলি, দিনকে করলি রাত?
বলল আমায় আবার হেসে- বুঝবি না তুই হিসাব কষে,এসব দিদির ভাইয়ের সাথ,,
লাখ সাতেক ওই দিয়েছি বটে তাই মাথায় দিদির হাত,,

বললাম আমি-
সে যা হোক ভাই চলুক তবে, তবে বল তো দেখি পড়াস কেমন করে?
বলল আমায়- ছাত্র বন্ধু বই কিনেছি, তাই নিয়ে ভাই দিব্যি আছি,
আরে ছাত্র-ছাত্রী শিখল কি ছাই,
বলনা তাতে আমার কি ভাই?
যাক না মরে ছেড়ে,,,,

বললাম আমি শুনেছিস ভাই ,
হাইকোর্টেতে রায় দিয়েছে- প্রাইমারি জাচ করা চাই,,
এবার হো হো গলায় বলল হেসে-
দেখ না ভেবে অংক কষে,
রাঘব বয়াল ধরার জালে চুনাপুঁটি কি কখনো ফাঁসে?,,
তদন্ত ভাই চলেই যাবে যুগের পরে যুগ,
ততদিনে পেনশনের ঐ টাকা নিয়ে বাজাবো ডুগ ডুগ,,,
বুঝিস নাতো মোটেই যে তুই, কি আর আমি তোরে যে কই,
খৈয়ের মধ্যে ধান বাছাই? না ধানের মধ্যে  খৈ.....?
শুধু অবাক হয়ে ভাবি আমি চাকরি পাওয়ার যোগ্য যারা তারা চাকরি পেল কই.....?।