সব চাওয়া ই পাওয়া যাবে আসুন চলে ভাই,
নানান রঙের চাওয়া পাওয়া কোনটা বলো চাই?...
বেকার ছেলের চাওয়া যেমন রাজকন্যা পাওয়া,
খাদ্য রসিক চায় যে খেতে নানান সাধের খাওয়া।
ভাবলে তুমি হতেই পারে সব মেয়ে ই রানী,
খিদে র আগুন জ্বললে পেটে পন্থা ভাত ও দামি।
খেদা নাকের কন্যে রে তুই তোর এমন চাওয়ার কারণ?,
তোকে রাজার কুমার ঘোড়ায় এসে করবে বুঝি বরণ।
তোকে চাওয়া ঐ ছেলে টা একটু না হয় কালো,,
নাই বা সে হোক রজার কুমার তবু সে বাসতে জানে ভালো।
কুটির ছেড়ে থাকতে যে চাও রাজমহলের আশায়,
কুটির হবে অট্টালিকা,তাকে রাখো যদি আপন ভালোবাসায়।
চাও যে তুমি ধনী হতে তাই তোমার চাই যে প্রচুর ধন,
আসল ধনী- হৃদয় খানি, উদার করো মন।
ভেবে দেখো তোমার কাছে আছে যা ঐ মোটে,
এমন অনেক মানুষ আছে তাদের সেটা ও না জোটে।
দাঁড় এর টানে চলে মাঝি যখন বয় না পালে হাওয়া,
শুধু ভাবনা খানি পাল্টে ফেল দেখবে চাওয়া ই পাওয়া।।